আগামী লোকসভা বিধানসভার নির্বাচন একসঙ্গে?পরিবার পিছু একজনের বেশি লড়বে না
নয়া ঠাহর,কলকাতা: আগামী লোকসভা নিবার্চনে র সঙ্গে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে । বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী এ কথা জানান। এদিকে সোনিয়া গান্ধীরা প্রাথমিক ভাবে প্রস্তাব গ্রহণ করেছে আগামী২০২৪ নির্বাচনে প্রতি পরিবারে মাত্র একজন সদস্য লড়তে পারবেন। তার অর্থ সোনিয়া ,রাহুলের মধ্যে মাত্র একজন লড়বেন?
কোন মন্তব্য নেই