Header Ads

অসমে 24 টি জেলা বন্যাক্রান্ত,29 টি ট্রেন বাতিল

নয়া ঠাহর,গুয়াহাটি: অসমের 24 টি জেলার দু লক্ষাধিক মানুষ খাতিগ্রস্থ  হয়েছে।7 জন মারা  যাওয়ার খবর পাওয়া গেছে।ডিমহাসও জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ, ট্রেনে আবদ্ধ 2800 যাত্রীকে হেলিকপ্টার এ উদ্ধার করা হয়েছে। শিলচর  লামডিং পাহাড় লাইনে কবে ট্রেন চলবে তা অনিশ্চিত। ব্যাপক হারে পাহাড়  ,মাটি ,গাছ গাছরা কেটে ব্রডগেজ  করার ফলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়েছে। প্রকৃতির  প্রতিশোধ বলা  হচ্ছে। অসমের বন্যার প্রেক্ষিতে কেন্দ্র 100 কোটির ও বেশি টাকা বরাদ্দ করেছে বলে এক সুত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.