Header Ads

পাহাড় লাইনে ব্রডগেজ নির্মাণে পরিবেশের দিকটি অবজ্ঞা করা হয়েছে : আনোয়ার উদ্দিন চৌধুরী

অমল গুপ্ত,  কলকাতা:  অসমের  ডিমাহাসাও পার্বত্য জেলার বরাইল ফরেস্ট   রেঞ্জ  পাহাড় লাইনের     মধ্যে পড়ে,জৈব বৈচিত্রে ভরপুর ৫০০ প্রজাতির বর্ণময় প্রজাপতি, ৫০,৬০ ধরনের  জন্তু জানোয়ার,  দুর্লভ প্রজাতির সরীসৃপ, গাছ গাছালি ,দুই ধরণের ভাল্লুক, হুক্ক বানর,হরিণ, বুনো  ছাগল ,অজগর সাপ  ভরা ছিল  ব্রডগেজ নির্মাণের সময় প্রায় সব ধ্বংস হয়ে গেছে। অসমের তথা দেশের অন্যতম পরিবেশবিদ ডা:আনোয়ার উদ্দিন চৌধুরী আজ  "নয়া ঠাহর"  কে এই কথা  জানিয়ে গভীর উদ্বেগ  প্রকাশ করে বলেন  ব্রড গেজ নির্মাণের সময় ঠিকাদাররা শুধুই মাটি কেটেছে,,পাহাড় কেটেছে মাটির গুনাগুন পরীক্ষা করেনি।  ভূগর্ভের জলের উৎস  র খবর রাখেনি।বেপরোয়া ভাবে গাছ কেটেছে ।চৌধুরী বলেন  নিউ হাফলং স্টেশন যেখানে ব্যাপক ধ্বংসের   ঘটনা ঘটেছে ,তার দুই দিকে বড় বড় গাছ ছিল  সব কেটে ফেলা হয়েছে। রাস্তা র দুই পাশের সব গাছ কেটে ফেলা হয়েছে। একবারও পরিবেশের কথা ভাবেনি।   দওয়াং ,জাতিঙ্গা নদীর শাখা প্রশাখা ,জলের সব উৎস ধ্বংস করার ফলে মাটি  বলি  গাছ  ধরে রাখার ক্ষমতা হারিয়েছে, গাছের শিকড় বাকর  হালকা হয়ে   গেছে।তাই অল্প বৃষ্টিতে পাহাড় ধসে যাচ্ছে।  ভূগর্ভের জলের উৎস তাদের গতিপথ পাল্টিয়ে গেছে।  আগের ব্রিটিশ আমলের প্রযুক্তির বিপরীতে একাংশ দুর্নীতিগ্রস্থ  দেশের ইঞ্জিনিয়ার আর একাংশ অসাধু  ঠিকাদার   ভু বিজ্ঞানী দের মতামত কে উপেক্ষা করে   রাজনৈতিক মুনাফা আদায়ের লক্ষ্যে  এই ব্রডগেজ লাইন তৈরি করেছে।পরিবেশ প্রকৃতি কে সম্পূরভাবে অবহেলা অবজ্ঞা করা হয়েছে। তাই  প্রকৃতি প্রতিশোধ নিতে শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.