Header Ads

বট দ্রাবা পুলিশ থানা আক্রমণের ঘটনায় 20 গ্রেফতার ,সবার নিন্দা

বটদ্রবা পুলিশ থানা জ্বালানো ঘটনার ২০ অভিযুক্তকে চিনাক্ত।
৬জনকে গ্ৰেপ্তার করে ৫দিনের পুলিশের জিম্মাতে নিল পুলিশে।
সুনীল রায় নগাঁও ২৩মে :- বটদ্রবা কান্ডের উপরে নগাঁওযের পুলিশ সুপার লীনা দলে আজ এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত করে। সুপার জনে সাংবাদিক সম্মেলনে বলেন যে বটদ্রবা পুলিশ থানা জ্বলানো ঘটনা সম্পর্কে বর্তমান প্রর্য্যন্ত৬ জনকেগ্ৰেপ্তার করা হয়েছে।অবশ্যে পুলিশে ইতিমধ্যে ২০জন লোককে অপরাধী হিসেবে চিনাক্ত করেছে।ধৃত ৬জন অপরাধীকে আজ পুলিশে নগাঁও আদালতে হাজির করিয়ে ১৫দিনের জিম্মাতে চেয়েছিল যদিও আদালতে ৫দিনের‌ জিম্মাতে দেয়। পুলিশে আজ ১২জনকে গ্ৰেপ্তার করেছিল যদিও ছয়জনকে নির্দোষী হিসাবে চিহ্নিত করে জিজ্ঞাসা বাদের পর ছেরে দেয়।অন্যদিকেপুলিশে থানা জ্বলানো সম্পর্কে পুলিশের ভূমিকা কি ধরনের ছিল বলে সাংবাদিকে প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জনে বলেন যেপুলিশ থানা দুর্বূত্তের আক্রমন করা ঘটনার বিষয়ে থানাটির ভারপ্রাপ্তবিষয়া জন দেরী করে অবগত করার জন্য এই ঘটনা সংঘটিত হয়।সেইদিনটিতে দুর্বৃত্ত ই সম্পূর্ণ পরিকল্পিত ভাবে থানাআক্রমন করেছিল বলে উল্লেখ করে সুপার জনে বলেন যে, এই ঘটনার সাথে জড়িত কোনো অপরাধী বাঁচে যেতে পারবেনা।থানাতে অগ্নিসংযোগ করা মহিলা জনের সাথে ছাদ্দাম আলী নামের একজন লোক পলাতক  হয়ে আছে যদিও বলে পুলিশ সুপার জনে সংবাদ মাধ্যমের কাছে অবগত করে।অবশ্যে পুলিশে শীঘ্রই সবকযজন অভিযুক্ত কে গ্ৰেপ্তার করবে বলে পুলিশ সুপার জনে দাবী করে।আন্যদিকেগতকাল রাত্রের  ভাগেঅভিযান  পুলিশে অগ্নিসংযোগ করা অপরাধী কযজনের বাড়ী হতে পিষ্টল, নাইন এম এমপিস্তল কে ধরৈ চার রাউন্ড জীবন্ত সজীব গুলী, ৬৫০০ টি নেশা জাতীয় টেবলেটের‌স্ট্রীপ উদ্বার করতে সক্ষম হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.