Header Ads

মন্ত্রী রণজিৎ দাস জেলার বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখলেন


সুনীল রায় নগাঁও ২০ জানুয়ারী:-গতকাল হাফলংযে অনুষ্ঠিত হয়ে যাওয়া আসাম সরকারের কেবিনেটে অংশ গ্ৰহন করে আজ আসাম সরকারের পঞ্চায়েত এবং গ্ৰামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস এসে নগাঁওতে উপস্থিত হয়। মন্ত্রীজনে নগাঁওতেজেলা শাসকের সভা কক্ষে অনুষ্ঠিত এক পর্য্যালোচনা বৈঠকে অংশ গ্ৰহন করে জেলা পরিষদের অন্তর্ঘত চলতে থাকা বিভিন্ন আঁচনি বিশেষ করে মহাত্মা গান্ধী এনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনার উপরে বুজ নেয়।এই বৈঠকে মন্ত্রীজনে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের দ্ধারা জেলাটি তে চলতে থাকা জল-জীবন মিসনের আঁচনি সমূহের অগ্ৰগতির বুজ নেওয়ার সাথে খাদ্য অসামরিক যোগান ও গ্ৰাহক পরিক্রমা বিভাগের বিষয়ার সাথে মতবিনিময় করে। বৈঠকে মন্ত্রীজনে জেলা পরিষদের দ্ধারা চলতে থাকা আঁচনি সমূহতে যোগ্যহিতাধিকারী যাতে বঞ্চিত নাহয় তার উপরে বিভাগীয় বিষয়া সকলকে তীক্ষ্ম  দৃষ্টি রাখতে নির্দেশ দেয়।মন্ত্রীজনে সাথে মহিলা সবলীকরন এবং জেলাটির আত্মসহাযক গোট সমূহ কে অধিক সক্রিয় করতে গুরুত্ব আরোপ করে।বৈঠক শুরুতে মন্ত্রীজনে অরুণোদয় আঁচনি, ইন্দিরা মিরি বিধবা পেঞ্চন আঁচনি, অটল অমৃত অভিযান আঁচনির হিতাধিকারী সকলকে সাক্ষাৎ করে তাদের সহিত মত বিনিময় করে। আজকের এই বৈঠকে নগাঁও সদর কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা, জেলা শাসক নিসর্ঘ হিবরে , জেলা পরিষদের মূখ্যকার্য্যবাহী বিষয়া অরূপ কুমার শর্মাকে প্রমুখ্য করে জেলা প্রশাসন এবং বিভিন্ন বিভাগের বিষয়া সকল উপস্থিত থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.