Header Ads

16 বছর পর মা বাবার সঙ্গে দেখা করবে পিঙ্কি


পিন্টু রায় , তেজপুর : আজ থেকে ১৬ বছর পূর্বে ফরকাটিং থেকে ভুল বসত বাসে উঠে তেজপুর পৌচে যায়  পিংকী নাগবংশী এবং তার একজন বান্ধবী । এর পর ওদেরকে একজন নেপালী মানুষ ধরে অরুণাচল রাজ্যে পাঠাবার জন্য পি সি ও থেকে ফোন করছিলেন । তখন সেখান থেকে দুই বান্ধবী সুযোগ দেখে পালিয়ে যায় , পিংকী তেজপুর বারোহলিয়া স্থিত মহেন্দ্র কুমার বরা এবং চিনু বরার ঘরে পৌচে যায় । এখানে পিংকীকে ঘরে কাজ করার উদ্দেশ্যে মহেন্দ্র এবং চিনু রেখে নেয় । প্রায় ১০-১১ বয়েসের থেকে পিংকী বরার ঘরে নিষ্ঠা পূর্বক কাজ করে এসেছিল যদিও বরার ঘরে কিছু সময় পর থেকেই পিংকীর উপর বিভিন্ন ধরণের অত্যাচার করে এসেছিল । তবুও পিংকী সব সহ্য করে ঘরের সমস্ত কাজ করে এসেছিল । কিন্তু বিগত কিছু বছর ধরে পিংকীর উপর অত্যাচার বেড়ে যাওয়ায় আজ পিংকী মহাভৈরব থানায় উপস্থিত হয় এবং সমস্ত ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করে যদিও মহাভৈরব থানার থেকে উল্টো পিংকীকে ধমক দিয়ে পাঠিয়ে দেয় । পিংকী হার না মেনে তেজপুর সদর থানায় উপস্থিত হয়ে সমস্ত ঘটনার বিষয়ে বলে দেয়। আজ পিংকী সমস্ত সাংবাদিককে বিগত ১৬ বছরে চিনু বরার দ্বারা পিংকীর উপর ঘোর অত্যাচার করার অভিযোগ করে । কিন্তু অবশেষে পিংকী বলে যে চিনু বরার এবং তাদের পরিবারকে কোন শাস্তি দিতে চায়নি , তবে পিংকীর আধার কার্ড , ভোটার কার্ড এবং তাহাদের ঘরে কাজ করার পারিশ্রমিক দিতে হবে বলে সাংবাদিককে জানান ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.