Header Ads

আর্ন্তজাতিক বিমান চলাচল দিবস





 জয়শ্রী আচার্য্য, লামডিং :আজ আন্তর্জাতিক বিমান চলাচল দিবস। ১৯৯৪ সনে আজকের দিনে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশন প্রথম ৫০তম বার্ষিক অধিবেশন পালন করে। ১৯৯৬সনে জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিকে আন্তর্জাতিক স্তরে ঘোষণা করে। তবে এটি পাবলিক হোলিডে নয়। এই দিনটির মুখ্য উদ্দেশ্য আন্তর্জাতিক স্তরে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধন। 

     গুয়াহাটি বিমানবন্দর স্হাপিত হয় ১৯৫৮ সনে।প্রথমে এটি বরঝার বিমানবন্দর নামে থাকলেও পরবর্তী কালে স্বাধীন অসমের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপিনাথ বরদলৈর নামে নামকরণ করা হয়।বর্তমানে এটির নাম পরিবর্তন না হলেও মালিকানা হস্তান্তর করা হয় আদানি গ্রুপকে। 


এই বিমানবন্দরটিকে উত্তর পূর্বাঞ্চলের দুয়ার মুখ বলা হয়। এবছর গুয়াহাটি বিমানবন্দর কর্তৃপক্ষ এই দিনটি পালন করবে এটাই স্বাভাবিক। তবে ঠিক যে কারণে এই দিনটি পালন করা হয় তাতে কাদের উন্নতি সাধন হবে বুদ্ধিজীবীদের কাছে এখন এইটিই বড় প্রশ্ন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.