Header Ads

দেশে মুসলিমদের প্রতি বৈষম্য বেড়েছে ,56 শতাংশ ভারতীয় র অভিমত

নয়া ঠাহর,গুয়াহাটি:দেশে মুসলীম দের প্রতি বৈষম্য বেড়েছে, দেশের 56  শতাংশ ভারতীয় তা      মনে করেন।  সোমবার বাবরি ধ্বংসের  30  বছর পূর্ণ হল। রবিবার   আই এ এন এস সি ভোটার দেশ জুড়ে এক সমীক্ষা চালিয়ে একথা জানায়। সংবাদপত্র থেকে সেকথা জানা যায়। দেশের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন ও একই দাবি করে। বাবরি মসজিদ ভাঙার জন্যে 36,6 শতাংশ মানুষ  মনে করে প্রাক্তন প্রধান মন্ত্রী পি ভি নর সীমা রাও দায়ী ,32,4 শতাংশ মানুষ মনে করেন প্রাক্তন উপ প্রধান মন্ত্রী  এল কে আদবানি দায়ী  এই   সমীক্ষা র প্রতিবেদন কে  অধিকাংশ মানুষ মেনে নেয় নি। আবার  বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি  প্রবীণ  তগাড়িয়া দাবি করেছেন দেশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে। হিন্দু মুসলিম  জন সংখ্যার নিরিখে এই দাবি করেন। মুসলিমদের জন সংখ্যা বৃদ্ধির হার 2,5  শতাংশ ,হিন্দুদের হার অনেক  কম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.