Header Ads

দেশের সংবিধান প্রণেতার মৃত্য তিথি উদযাপন

আজ আম্বেদকরের ৬৫তম মৃত্যু দিবসে শ্রদ্ধা


 জয়শ্রী আচার্য্য, লামডিং :আজ ৬ই ডিসেম্বর। ভারতের ইতিহাসে বড় তাৎপর্য পূর্ণ দিন। ১৯৫৬সনের আজকের দিনে মৃত্যু হয়েছিল ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজী আম্বেডকরের । আর ১৯৯২ সনের এই দিনেই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। 
ছাত্র জীবনে Elphinstone High School এ পড়াশোনা করতে গিয়ে যাকে নীচু জাত বলে অনেক অবহেলা অপমান সহ্য করতে হয়েছিল, পরবর্তীতে তিনিই স্বাধীন দেশের প্রথম আইন মন্ত্রী হন। তিনিই দেশের সংবিধান প্ৰনয়ন করেন। যে সংবিধানে তিনি সমতার কথা বলে গেছেন, সেই তাঁর  মৃত্যু দিনেই ধর্মের নামে তাঁর অনুগামীরা ধ্বংস করে  মসজিদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.