Header Ads

কাজিরাঙ্গার অকির্ড পার্কে 800 প্রজাতির বর্ণময় ফুল পর্যটক দের আকর্ষণ করছে

অমল গুপ্ত, কাজিরঙা  থেকে   : দেশ বিদেশের মানুষ দেশের একমাত্র এক  খড়গ বিশিষ্ট  গন্ডার দেখতে  অসমে  আসেন ।কিন্তু এত   বিভিন্ন প্রজাতির  অর্কিড ফুল  গাছ সংগ্রহ করে  800 প্রজাতির ফুলের পার্ক গড়া হয়েছে।তা দেখতেও পর্যটক দের ভিড় জমেছে। আজ শনিবার এই পার্ক  দেখে  ভালো লাগলো।ডানসিং লেডিস  বা নৃত্যরত নারী,
  গ্যস্ত লিকাস অবলিকাস, মাঙ্কি ফেস অকির্ড,  সিম্বি ডিএন সাই নান সিস,এপি ডেন্ড্রপ,  এনথোরিয়াম, ভান্ডা,  সিলজাইনি রোসিসিম ,প্লেসস্থমা,, এপেন্ডি কুলেতোম  ব্ল্যাক ব্যাট ফুল  স্নাক ফুল,প্রভৃতি  বিচিত্র বর্ণের    ফুল  যা অসমে    আগে  দেখা যায়নি।  অর্কিড ফুল হল   ছয়টা পাপড়ির ফুল,নতুবা  অর্কিড ফুল নয় বলে  গাইড রা জানালেন। অসমের বিহু উৎসবের সঙ্গে জড়িয়ে গেছে যে প্রজাতির অর্কিড  তার নাম ভান্ডা   কোপৌ ফুল বলে  সমধিক পরিচিত ,  যা বিনা  মাটিতে  উৎপাদিত হয়।  হাওয়া এই গাছের খাদ্য প্রাণ ।বিহু উৎসবে   নারীরা মাথার খোঁপায় এই ফুল গুঁজে নৃত্য করেন।অসমীয়া কৃষ্টি সংস্কৃতির সঙ্গে এই  অর্কিড    ফুল  জড়িয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলে 900 প্রজাতির  মধ্যে  কজিরাঙা  অর্কিড পার্কে 800 প্রজাতির আছে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ এই পার্কের জনক।বছর সাতেক পূর্বে তা প্রতিষ্ঠা করেন।  বর্তমানে  সমবায় সমিতি গড়ে  অর্কিড পার্ক ছাড়াও  অসমের কৃষ্টি সংষ্কৃতির এক মিউজিয়াম   ,বোটিং এর ব্যবস্থা ,অসমীয়া  সংস্কৃতি র পসরা তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে।যা  সত্যিই   মনে রাখার মত। সবার ভালো লাগবে।  ( মাঙ্কি ফেস  নামে অর্কিড ফুলের ছবি   দীপম  আচার্যের  মোবাইল  থেকে )
)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.