Header Ads

4 ডিসেম্বর বিহারের শিবাংগী কে স্বরণ ও শ্রদ্ধার ঐতিহাসিক দিন

 শিবাঙ্গীকে স্যালুট


 জয়শ্রী  আচার্য্য   লামডিং  :আজ ৪ঠা ডিসেম্বর ভারতীয় নৌ দিবস। কিন্তু কেন এই নৌ দিবস পালন করা হয় এটা ভীষণ তাৎপর্য পূর্ণ। আজ থেকে প্রায় ৫0 বছর পূর্বে ১৯৭১সনে ভারত-পাক যুদ্ধের সময় ভারতীয় নৌসেনা করাচী উপকূল থেকে ৭০মাইল ভিতরে গিয়ে এণ্টিশিপ মিসাইল দিয়ে ধ্বংস করে পাকিস্তানি একাধিক জাহাজ। INS নিপাত, INS নির্ঘাত এবং  INS বীর এই তিনটি যুদ্ধ জাহাজ দিয়ে আক্রমণ করা হয়েছিল বলে এই অভিযানের নামকরণ করা হয় অপারেশন ট্রাইডেন্ট। এই নৌবাহিনীর প্রধান ভূমিকা হল সমুদ্র ও উপকূল অঞ্চলের সুরক্ষা। 

   দেশের এমন একটি গুরুত্বপূর্ণ বিভাগের একটি দায়িত্বপূর্ণ  পদে ২০১৯সনের দোসরা ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিহারের মুজাফফরপুরের শিবাঙ্গী। তিনি ই প্রথম মহিলা পাইলট। ইজিমার ভারতীয় নৌ একাডেমির ২৭ NSC কোর্সের শিবাঙ্গী SSC পাইলট হিসেবে যোগদান করেন। 
     সবথেকে তাৎপর্য পূর্ণ কথা হল যে দেশে নারীরা বায়ু-জল-স্হলে দেশের মানুষের শান্তির জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, সেই দেশেই প্রতি দিন প্রতি মুহূর্তে নারীদের অপমান করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.