আজাদী কা অমৃত মহোৎসব" পালনে হাইলাকান্দি জেলা যুবমোর্চা
সুব্রত দাস,বদরপুর: ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটি আয়োজিত "আজাদী কা অমৃত মহোৎসব" জেলার ১৮৫৭ সনের মহাবিদ্রোহ সংগঠিত স্থান মোহনপুরের রণটিলায় আয়োজন করা হয়। দলের রাজ্যিক সমিতির নির্দেশে অসম প্রদেশ যুব মোর্চার সম্পাদক মিমো দাস মহাশয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়,সম্পাদক রাজদীপ কর,গোপাল দাস,কানাই দেবনাথ,সূর্য্যা দাশগুপ্ত জেলা মিডিয়া উইংয়ের রূপক চক্রবর্তী,সিরিশপুর মন্ডল সম্পাদক অভ্রাংশু চৌধুরী সহ দলীয় অন্যান্য কার্যকর্তা গণ রণটিলা শহীদবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করে নিহতদের আত্মার সদগতি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন। উক্ত অনুষ্ঠানে রণটিলায় ১৮৫৭ সনের সংগঠিত বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাসের বর্ণনা তুলে ধরেন জেলা যুবমোর্চার সভাপতি সঞ্জয় রায়। তাছাড়া অবহেলিত এই স্থানের সংস্কারের ও দাবী রাখেন তিনি। সঞ্জয় রায় মহাশয়ের মাধ্যমে সামাজিক সংগঠন "ক্লাব রুদ্রানী" ও জেলা যুবমোর্চার পক্ষ থেকে প্রদেশ যুবমোর্চার সম্পাদক মিমো দাস কে রণটিলার একটি প্রতিকৃতি উপহার প্রদান করা হয় এবং উনাদের মাধ্যমে অসমের পর্যটন মন্ত্রীর কাছে এই ঐতিহাসিক স্থানের বিকাশের জন্য প্রতিলিপি ও প্রদান করা হয়। সম্পাদক মিমো দাস উনার বক্তব্যে বলেন যে জেলার ঐতিহ্য মন্ডিত এই স্থানে আসতে পেরে তিনি নিজেকে গৌরবান্বিত মনে করছেন এবং তিনি আশ্বাস দেন যে তিনি এই স্থানের বিকাশে যথাযথ প্রচেষ্টা করবেন। তিনি বলেন যে বর্তমান সরকার অসমের এই সকল প্রাচীন গৌরবান্বিত অঞ্চলের পূর্ণ বিকাশ ও ইতিহাস সংরক্ষণ লক্ষে কাজে প্রস্তুত। তিনি আরও বলেন রাজ্যে শুধু শাসন প্রতিষ্ঠা করতে সংগঠন বিস্তার করাই মুল লক্ষ্য নয়। দলীয় উদ্যেশ্য অসমের কৃষ্টি-সংস্কৃতি বিকাশের মাধ্যমে অসমকে প্রতিটি ক্ষেত্রে উন্নত ও আত্মনির্ভর করা। নব প্রজন্ম কাছে অসমকে নবরূপে সাজিয়ে পরিবেশন করাই সরকারের মূল উদ্দেশ্য।
কোন মন্তব্য নেই