ঝড় বৃষ্টি মেঘ নবমী ,দশমী জলে মা দুর্গা বিপর্যস্ত
নয়া ঠাহর ,কলকাতা আবহাওয়া দফতর কথা রেখেছে তাদের পূর্বাভাস মেনেই ভোর থেকেই ঝড় বৃষ্টি মেঘের খেলা শুরু হল।মা দুর্গা বিপর্যস্ত ,আজ আর ঋতু মেনে কিছু হয় না।পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না।ব্যাপক হারে পরিবেশ বিনষ্ট হচ্ছে। শরতের মেঘ মুক্ত নিল আকাশ ,ভোরের শিশির ,শিউলি ,স্থল পদ্ম আর ঋতু মেনে ফোটে না। মানুষের হাতেই পরিবেশ প্রকৃতির বিনাশ আবার এই মানুষ পূজা ভেস্তে গেল বলে আফসোস করে।
কোন মন্তব্য নেই