Header Ads

মহা অষ্টমী তে গৌহাটি মহানগরে উপচে পড়া ভিড়, কামাখ্যা মন্দিরে কুমারী পূজা




 

দেবযানী পাটিকর,১৩ অক্টোবর। আজ মহাষ্টমী। দিকে দিকে চলছে দেবী বন্দনা। মণ্ডপে- মণ্ডপে চলছে পূজা অর্চনা। সাড়ম্বরে হচ্ছে দেবী বন্দনা। কামাখ্যা ,উগ্রতারা মন্দির ,রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন  মন্দিরে হয়েছে কুমারী পূজা। মহাষ্টমীর ও নবমীর মিলন মুহূর্তে করা হয়েছে  সন্ধিপুজো।  এই পূজায় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে। প্রতিমার উদ্দেশ্যে অর্পণ করা হয় করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮ টি প্রদীপ।
এবার পূজামণ্ডপে কোভিড বিধি মেনে ভক্তেরা  অঞ্জলি প্রদান করে । 


গত বছর কোভিডের জন্য বিভিন্ন নীতি নিয়ম মেনে অনুষ্ঠিত করা হয়েছিল দুর্গাপূজা।কম সংখ্যক লোকের উপস্থিতিতে পালন করা হয়েছিল দুর্গাপূজা।এবছর সপ্তমী- অষ্টমী তিথিতে মহানগরের প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিস্থিতির মাঝে পূজা সম্পন্ন করা হয়।


সপ্তমীর দিন লোকের ভিড় কিছুটা কম থাকলেও অষ্টামীর দিন মন্ডপে  ভিড় ছিল চোখে পড়ার মত। গুয়াহাটির বিষ্ণুপুরের বিমলা  নগরের পূজা , পান্ডুর বিবিসি কলোনির পুজা,আমেরিকান কলোনির পুজাতে বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে জনগণকে  কোভিড মহামারী সম্পর্কে  সচেতনতা করা হয়েছে।পান্ডুর বিবিসি কলোনির পূজায় দুর্গা  মাকে নার্স সাজিয়ে  হাতে দেওয়া হয়েছে ভ্যাকসিনের সিরিঞ্জ।অসুর কে দেখানো হয়েছে করোনা রূপে।অর্থাৎ ভ্যাকসিন দিয়ে করোনাকে নির্মূল করার বিষয়টি প্রদর্শন করা হয়েছে।

 পাণ্ডু রেস্ট ক্যাম্প  কালীবাড়ি,,গিতানাগর,লতাশীল,বেলতলা,পানবাজার,ফাঁসিবাজার,স্টেশন রোড,ইত্যাদি স্থানে পরম্পরাগত  নীতি নিয়ম অনুসারে দুর্গা পুজা সম্পন্ন করা হয়।

কামাখ্যা মন্দির,উগ্রতারা মন্দির,ছাড়াও বিভিন্ন মন্দিরে কুমারী পুজা করা হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সৃষ্টি ও লয়ের কার্য প্রণালী চলছে সেই ত্রিবিধ
শক্তি ই নিহিত রয়েছে কুমারীর মধ্যে।তাই কুমারীকেই বিশ্ব জননী রূপে পুজো করা হয়।

 কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে উৎসবের আমেজ থেকে বঞ্চিত হয়ে থাকা জন সাধারণ  কভিডের নীতি নিয়ম পালন করে  আনন্দ উৎসাহ সহকারে উপভোগ করেছে দুর্গাপূজা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.