Header Ads

ত্রিপুরা বামফ্রন্টের নতুন আহ্বায়ক হলেন প্রবীণ বাম নেতা নারায়ণ কর



 নয়া ঠাহর প্রতিনিধি,  আগরতলা : ত্রিপুরা বামফ্রন্ট কমিটির  নতুন আহ্বায়ক নির্বাচিত হলেন প্রাক্তন সাংসদ নারায়ন কর।গত ১১ অক্টোবর কলকাতায় চিকিৎসারত অবস্থায় মারা যান বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধর। করোনায় আক্রান্ত হয়ে প্রথমে আগরতলার জিবি হাসপাতালে এবং পরে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিলো প্রয়াত  বিজন ধরকে। মঙ্গলবার  আগরতলার মেলারমাঠে দশরথ দেব  স্মৃতি ভবনে সিপিআই, ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক রণজিৎ মজুমদারের সভাপতিত্বে বামফ্রন্ট, ত্রিপুরা রাজ্য কমিটির সভা থেকে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ন করকে সর্বসন্মত ভাবে  নতুন আহ্বায়ক নির্বাচিত  করা  হয়।  সভার শুরুতে প্রয়াত সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ এবং বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাজ্যে বাম-গনতান্ত্রিক আন্দোলনকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর ক্ষেত্রে এই দু’জন নেতার অবদানকে স্মরন করা হয়।

বামফ্রন্ট কমিটি রাজ্য নির্বাচন কমিশনের সাম্প্রতিক পুর পরিষদ সমূহের নির্বাচন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে- কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে নির্বাচন সংগঠিত করার মত একটি সুস্থ বাতাবরন গড়ে তোলা এবং রাজ্যে আইনের শাসন কায়েম করার ব্যবস্থা নিক,  যাতে বিগত ৪৩ মাসে যে সমস্ত প্রহসনাত্মক  নির্বাচন হয়েছে তার পুনরাবৃত্তি না হয়।

ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের পক্ষে বিশ্বমনি দেববর্মা এক বিবৃতিতে এই খবর জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.