বরাকে , বরাক কণ্ঠ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী
নয়া ঠাহর,শিলচর বরাক উপত্যকার সংবাদপত্রের মিছিলে আরেক সংযোজন সাপ্তাহিক বরাক কণ্ঠ, নতুন কলেবরে পত্রিকা টি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের কোনো সংবাদপত্রকে বরাকের সমস্যা নিয়ে সরব হতে দেখা যাই নি। যারা বিধানসভা কভার করেন তারা জানেন বরাকের সব দলের বিধায় ক দের ভূমিকা কি।কি করেন তাঁরা।বরাকের রাস্তা ঘাট পরিকাঠামো নিয়ে আলোচনার সময় তাঁরা মুখ লুকান। বরাকের ভাষা শহীদ দের সরকার সম্মান মর্যাদা দিয়েছে কি , কি হল মহাসডক , কি বলেন বনমন্ত্রী পরিমল শু ক্ল বৈদ্য , কি তার ভূমিকা। সাংসদ ডাক্তার রাজদীপ রায় কি করলেন, বরাকের এক মাত্র পেপার উদ্যোগ কে বাঁচাতে পারলেন না। শুধু শুধু বিজ্ঞাপন নেবার জন্যে সংবাদপত্র প্রকাশ। বুকে প্রেস কার্ড ঝুলিয়ে ,গাড়ীতে প্রেস স্টিকার লাগিয়ে সংবাদ পত্রের মালিকানা গিরির মধ্যে কোনো বাহাদুরি নেই। বরাক কণ্ঠের হিম্মত থাকলে পেপার মিল খোলার ব্যবস্থা করুক, ভাষা শহীদদের মর্যাদা দেওয়ার ব্যবস্থা করুক। বরাকের জটিল বেকার সমস্যা সমাধানের ব্যবস্থা করুক। কংগ্রেস আমলে বরাকের মন্ত্রী জন নেতারা লুটে পুটে পাহাড় সমান সম্পদ গড়েছে। সংবাদপত্রগুলো কোনো প্রতিবাদ করেনি। বরাক কণ্ঠ কি বরাকের মুখ হতে পারবে। নয়া ঠাহর গোষ্ঠী বরাক কণ্ঠ কে শারদ শুভেচ্ছা জানাচ্ছে। সম্পাদক সন্তোষ চন্দ সফল হবেন এই আশা করি।
কোন মন্তব্য নেই