Header Ads

100 লক্ষ কোটি টাকার গতি শক্তি মাস্টার প্ল্যানের সূচনা করলেন প্রধানমন্ত্রী

নয়া ঠাহর  কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 100 লাখ কোটি টাকার গতি শক্তি মাস্টার প্ল্যানের সূচনা করেন।এই প্ল্যান অনুযায়ী দেশে 1200 ইন্ডাস্ট্রিয়াল এস্টেট স্থাপন করা হবে।16 টি নতুন  মন্ত্রক সৃষ্টি করা হবে।2 টি ডিফেন্স করিডোর গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বাংলা ভাষাতে টুইট করে দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে  আগামী দিনে দেশের  বৈপ্লবিক   যোগাযোগ ব্যবস্থার সূচনা হবে।2লাখ কিলোমিটার   রাস্তা নির্মাণ,প্রতি গ্রামে 4 জি কানেকশনএর মত বিশাল সব  প্রকল্পর সূচনা করেন   প্রধানমন্ত্রী।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.