বদরপুর সমষ্টির সেকিকানিসাইলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন
সুব্রত দাস,বদরপুর: শারদীয়া প্রাক লগ্নে মহালয়ার পুণ্য তিথিতে আমজনতার শান্তির কামনায় পথ সঞ্চালন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বদরপুর নগর সহ তিন খণ্ড। বুধবার বিকেলে সংগঠনের এক শতাধিক স্বয়ংসেবক পায়ে পা মিলিয়ে প্রচল করেন। ৪৫ মিনিটের পথ চলার পর ঘোড়ামারা কমিউনিটি হলে সমাপন ঘটে। বৌদ্ধিক প্রদান করেন বদরপুর খন্ড সংঘচালক শংকর দে। এতে উপস্থিত ছিলেন,প্রান্ত ঘোষ প্রমুখ শরৎ কুমার,প্রান্ত টোলির সদস্য ও প্রচারক রানা গোস্বামী,জেলা বৌদ্ধিক প্রমুখ সৌমেন পাল,জেলার সহ-শারীরিক প্রমুখ রঞ্জন দাস,বাগবাড়ি খন্ড কার্যবাহ মিন্টু দাস,দত্তপুর খন্ড কার্যবাহ জয়দীপ রুদ্র পাল,বদরপুর নগর কার্যবাহ সুব্রত দাস,শ্রীগৌরী খন্ড কার্যবাহ কৃপাময় ধর,বদরপুর নগর সেবা প্রমুখ মিঠুন সরকার,বদরপুর নগর বিস্তারক শ্যামল সমাদ্দার।বদরপুর খন্ড সংঘচালক শংকর দে বক্তব্যের মাধ্যমে বলেন,প্রতিবছরের মতো এই বছরেও মহালয়া দেবী শক্তি আগমনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন করা হয়। ১৯২৫ ইংরেজি বিজয়া দশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়েছিল। আজ বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী অরাজনৈতিক সংগঠন আরএসএস। এর কাজ চলছে দ্রুত গতিতে। তিনি আরও বলেন,রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন রাজনৈতিক দল নয় এটা একটি হিন্দু সংগঠন
কোন মন্তব্য নেই