মমতা সরকার সাংবাদিকদের পুজো বোনাস দিচ্ছেন
নয়া ঠাহর কলকাতা পশ্চিমবঙ্গের সব সাংবাদিককে মমতা সরকার পূজা বোনাস দিচ্ছেন। কলকাতার 700র বেশি সাংবাদিক কে দুহাজার টাকা করে, রাজ্যের অন্য সাংবাদিকদের এক হাজার করে পূজা বোনাস দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্োপাধ্যায়ের বন্যা উদ্ভুত জেলাগুলো আকাশি সফর করার পর সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বন্যার জন্যে দামোদর ভ্যালি কর্পোরেশনকে দায়ী করেন। বলেন দশ লাখ কিউসেক জল ছেরেছে রাজ্যকে জানাই নি। তিনি জানান প্রত্যেক পুজো কমিটি কে 50হাজার করে টাকা দেওয়া শুরু হইছে।
কোন মন্তব্য নেই