Header Ads

মহালয়ার পূর্ণ্য তিথিতে লাম ডিং এ নয়া ঠাহর পুজো সংখ্যার উন্মোচন



  নয়া ঠাহর,     গুয়াহাটি  - বাংলা  নিউজ পোর্টাল   পুজো সংখ্যা  নয়া  ঠাহর পত্রিকার একাদশ সংখ্যা আগামী ৬ই অক্টোবর মহালয়ার পুণ্য তিথিতে লামডিং সাউথ হিল কলোনির নিয়তি ভবনের দুর্গাপুজোর মণ্ডপে উন্মোচিত হতে চলেছে। উন্মোচন করবেন লামডিং প্রেস ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার এবং লামডিং এর প্রখ্যাত নৃত্য গুরু চন্দন দেবরায়। অসমের বরিষ্ঠ  সাংবাদিক অমল গুপ্তের সম্পাদনায় পত্রিকাটি গুয়াহাটি এবং লামডিং থেকে একযোগে প্রকাশিত হয়। পত্রিকাটিতে রয়েছে  সময়োপযোগী কিছু প্রবন্ধ, রয়েছে ভিন্ন স্বাদের কিছু রচনা, কবিতা গল্প। দিল্লির প্রখ্যাত শিল্পী অরূপ গুপ্তের প্রচ্ছদ অন্যান্য বারের মত এবারও এক নতুন মাত্রা যোগ করেছে। উল্লেখ্য পত্রিকাটির প্রতিষ্ঠাপক সম্পাদক ছিলেন জয়শ্রী আচার্য। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিকাশজ্যোতি ভট্টাচার্যের চণ্ডীপাঠ এবং লামডিং এর স্বনামধন্য সঙ্গীত শিল্পী মণ্টুলাল আচার্যের পরিচালনায় সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। থাকবে নাচ গান,আবৃত্তি।  ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের  জন্মদিনে   নয়া ঠাহর  এর পশ্চিমবঙ্গ র   কান্দি  শহর থেকে  উন্মোচন করা  হয়।    কেন্দ্র ভাবে ঠাহরের জন্ম ভিটা লাম্ ডিং থেকে প্রকাশ পাবে  আগামী 6অক্টোবর মহালয়ার  পূর্ণ   তিথি তে।  সমগ্র অনুষ্ঠান  পরিচালনা করবেন প্রিন্ট মিডিয়া  ঠাহর এর    প্রতিস্থাপক সম্পাদক   জয়শ্রী  আচার্য্য।  তিনি লিটল স্টার  একাডেমি র  অধ্যক্ষ  এর দায়িত্বে আছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.