Header Ads

বাংলাদেশে দুর্গা মূর্তি ভাংচুর, ঢাকা বিশ্ব বিদ্যালয় এ মৌন প্রতিবাদ মিছিল



নয়া ঠাহর কলকাতা বাংলাদেশে  মা  দুর্গা  মন্ডপে   মৌল বাদীদের হামলা , দেশ জুড়ে প্রতিবাদ ,বাংলা দেশে ভারতের হাইকমিশনার জানিয়েছে বাংলাদেশ সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়  এ মৌন প্রতিবাদ মিছিল  বেরিয়েছিল। চট্টগ্রাম,কক্স বাজার  প্রভূ তি স্থানে প্রতিবাদ  চলছে।  হাসিনা সরকারকে বদনাম করার জন্যে ভারত বিরোধী মৌল বাদী চক্র এই   কাজ করছে। বাংলাদেশে অষ্টমী পুজোর দিনেই অনেক প্রতিমা  বিসর্জন  দেওয়া  হইছে।    হাসিনা সরকারের  পুলিশ পূজা মন্ডপ  আক্রমণ কারিদের উপর গুলি চালায়  তিন জন  নিহত হইছে। প্রধানমন্ত্রী অফিসের  মুখপাত্র  অরিন্দ্রম বাগচী জানান  বাংলাদেশ সরকারকে  ভারত অনুরোধ করেছে পূজা মণ্ডপ আক্রমণকারীদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। বাংলাদেশে  30 হাজারের বেশি দুর্গা পুজো হচ্ছে। সবার মধ্যে  আতংকের সৃষ্টি হইছে।  l

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.