Header Ads

দেশে করোনা টিকা 100 কোটি ছুঁতে চলেছে



নয়া ঠাহর ,  দিল্লি   135 কোটি জনসংখ্যার দেশ ভারত।করোনা  টিকা  দেওয়া হইছে  98  কোটি কে।এই পুজোর  মরশুমে 16,17 অক্টোবর 100 কোটি    ছুঁই এ যাবে।সারা বিশ্বে ভারত হবে প্রথম স্থানে।যেদিন 100 কোটি   ছুঁইয়ে যাবে সেদিনটি  স্মরণীয় করে রাখার জন্যে ভারতের প্রতিটি বিমানবন্দরে ,রেল স্টেশনে সফলতার  ব্যানার ,পোস্টার  লাগানো হবে।স্বাস্থ্যমন্ত্রী মন সুখ    মন্দ্যভিয়া দেশের এই উজ্জ্বল ছবি তুলে ধরার কথা বলেছেন। ভারত আগের মত বিদেশে ভ্যাকসিন  পাঠানো শুরু করেছে।10  কোটি ডোজের ভ্যাকসিন পাঠালো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.