Header Ads

অসম ,পশ্চিমবঙ্গে নয়া ঠাহর উন্মোচন নতুন অফিস হবে লামডিং, বদরপুরে



 নয়া ঠাহর,,কলকাতা, নয়া ঠাহর বাংলা নিউজ পোর্টাল  24  ঘণ্টা অন লাইন   নিউজ ,বছরে পুজোর সময় প্রিন্ট ম্যাগাজিন প্রকাশ পাই। এগার বছর আগে  অসমের রেল শহর থেকে প্রকাশ পেত। এখন   পর্টালের 21 লাখ ভিজিটর।  100 পৃষ্ঠার  নয়া ঠাহর পুজো সংখ্যা গত  মহালয়ার দিন লামডিং এ সহ  সম্পাদক  jaysree acharjee  a পরিচালনায়   উন্মোচন করা  হয়। লামডিং প্রেস ক্লাবের সভাপতি অনিমেষ মজুমদার,প্রাক্তন অধ্যক্ষ উমা ভৌমিক প্রমুখ  ম্যাগাজিন  উন্মোচন করেন। jaysree  সুন্দর  সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। ওপর দিকে পশ্চিমবঙ্গের  কান্দি শহরে   রামেন্দ্র সুন্দর মিউজিয়ামে বিদ্যাসাগরের জন্ম দিনে মুর্শিদাবাদের বিশিষ্ট  অধ্যাপক বিদিত কুমার দাস এবং মিউজিয়ামের কর্ণধার প্রণব  আচার্য্য প্রমুখ নয়া ঠাহর এর পূজা সংখ্যা  উন্মোচন করেন।  এই পুজো সংখ্যার কপি অসমের মুখ্যমন্ত্রী ,বিধানসভার অধ্যক্ষ , পশ্চিম বঙ্গের বিশিষ্ট  ব্যক্তিদের হাতে পৌঁছিয়ে দেওয়া  দেওয়া হয়। এই পত্রিকার এক আঞ্চলিক অফিস লামডিং  করা হবে। লিটল স্টার একাডেমি র অধ্যক্ষ jaysree acharjee    করার আশ্বাস দিয়েছেন।আগামী ডিসেম্বর মাসে অফিস  টি উদ্বো বন করা হবে।বরাকের   ব্যুরো চিফ শুভ সুন্দর দেব চৌধুরী শিলচর , বদরপুরে অফিস করবেন।  গৌহাটি তে অফিস করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.