অসমের ডিটেনশন কাম্পের আদলে কলকাতায় দুর্গা মূর্তি
,গৌহাটি এবার কলকাতায় অসমের জ্বলন্ত সমস্যা ডিটেনশন ক্যাম্পের ওপর দুর্গা মূর্তি গড়েছে। অসমের এন আর সি সমস্যার কথা তুলে ধরে বাঙলা ভাসি মানুষের সমস্যা তুলে ধরেছে।কলকাতার বরিশা সার্বজনীন পূজা কমিটি এই মূর্তি গড়েছে। অসমে 6টি ডিটেনশন ক্যাম্পে এখনও হাজার খানিক মানুষ আছে।যাদের অধিকাংশ ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিকত্বের সব নথি আছে। তার পরেও বাংলাদেশী অজুহাতে জেলে পুরে রাখা হোয়েছে বলে অসমের বিভিন্ন সংগঠন দাবি করেছে।
কোন মন্তব্য নেই