Header Ads

অসমের ঘটনায় কলকাতার প্রতিবাদ,উচ্ছেদ অভিযান বাধা মানবো না বললেন অসমের মুখ্যমন্ত্রী

নয়া ঠাহর,কলকাতা। অসমের  দরং জেলার সিপাঝার রের ঘটনায় জের  এখনও চলছে। কলকাতা তে অসমের ঘটনায়  বিভিন্ন  সংগঠন প্রতিবাদে ফেটে পড়ে।অসম হাউসের সামনে প্রতিবাদ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম পুলিশের সমালোচনা করে বলেছেন অসম  বিজেপি  পুলিশ ডান্সিং  ড্রাগন মৃতদেহের উপর নাচে। প্রসঙ্গত এই ঘটনায় নিহত এক ব্যাক্তির দেহের উপর উঠে এক সাংবাদিক লাথ মারে নাচে এই খবর সারা দেশে ভাইরাল হয়।অসম সরকার সেই সাংবাদিকের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেছে।  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন উচ্ছেদ অভিযানে বাধা দিলে ফল ভালো হবে না।  তিনি বলেছেন এই ঘটনায়  পিপল ফ্রন্ট অফ ইন্ডিয়া  জড়িত লাখ লাখ টাকা তুলেছে।অসম কে অশান্তি করতে সাত কোটি টাকা তুলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.