Header Ads

কংগ্রেস সভাপতি ভূপেন বরা বাঙালি বিরোধী ,:আমরা বাঙালি



 আবুল কালাম বাহার,শিলচর:       অসম রাজ্য কংগ্রেস সভাপতির অসমে অসমিয়া ব্যতীত অন্য কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না' উক্তির বিরোধিতায় সরব 'আমরা বাঙালী' দল। দলের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ এক বিবৃতিতে বলেন- গতকাল অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা শিলচরে এসে সাংবাদিকদের বললেন , অসমে অসমিয়া ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবেন না । একাদশ বাংলা  ভাষা শহীদদের বধ্য ভূমিতে দাঁড়িয়ে  ভূপেন বরার এই মন্তব্য বাঙালী বিদ্বেষী ছাড়া আর কিছুই নয় । গণতান্ত্রিক ভারতবর্ষে এই ধরণের উক্তি স্বৈরাচারীতার পরিচারক বলে আমরা মনে করি। অসম একটি বহু ভাষিক রাজ্য । এখানে উপজাতি, জনজাতি, সহ নানা ধর্মমতের লোক বসবাস করে। গণতান্ত্রিক ব্যবস্থায় অসমের মুখ্যমন্ত্রী যেকোন ভারতবাসীই হতে পারেন । এখানে ভাষা-ধর্মমতের দোহাই দেওয়া একটি সর্বভারতীয় দলের মানায় না । ভূপেন বরার এই উগ্র অসমিয়া জাতীয়তাবাদী মানসিকতার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। বাঙালী যারা কংগ্রেস করেন বা অন্যান্য জনগোষ্ঠীর যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত, তাদের নীরবতাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি । আজ আমরা যা দেখছি ,কংগ্রেসের মত সর্বভারতীয় দল, শাসক দল বিজেপির মত আঞ্চলিক ভাবধারায় পরিপুষ্ট । এই পরিস্থিতিতে আমাদের সমস্ত রকম ভেদাভেদ ভুলে বিকল্প চিন্তা করার প্রয়োজন হয়ে দেখা দিয়েছে । অসমে বসবাসকারী বাঙালী অধ্যুষিত এলাকা নিয়ে বিকল্প  চিন্তা করতে "আমরা বাঙালী" দল আপামর বাঙালী সমাজের কাছে আহ্বান র

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.