Header Ads

অসমে বাঙালি হিন্দুদের অধিকার নিয়ে সবাই চুপ,প্রতিবাদ নেই কেন ?

 বিজয় চক্রবর্তী,    হজাই :
অসমের ডিটেনশ‍্যন কেম্প এবং ১৩ লক্ষ হিন্দু বাঙালির যে এনআরসি থেকে নাম কর্তন হয়েছে, এই বিষয়ে আরএসএস এবং তার শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, বজরং দল, বাঙালি নবনির্মাণ সেনা, আন্তর্জাতিক হিন্দু সেনা, এই ধরনের হিন্দুত্ববাদী সংগঠন কেন হিন্দু বাঙালির হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন না? ২৭ লক্ষের ও বেশী হিন্দু বাঙালির আধার কার্ড ব্লক এই বিষয়ে এই হিন্দুত্ববাদী সংগঠন চুপচাপ বসে তামাশা দেখছে। বাঙালিরা এই আরএসএস এর আসল চরিত্র দিন দিন বুঝতে পারছে, বলেই পশ্চিম বাংলায় আরএসএস পরিচালিত বিজেপি সরকার গঠন করা সম্ভব হয়নি। আরএসএস এর একটাই কনসেপ্ট ডিভাইড এন্ড  রুল পলিসি এপ্লাই করা, জাতি এবং ভাষার মধ্যে দন্দ্ব বাড়ানো। বিশেষ করে বাঙালিকে ধ্বংস করে দিয়েছে ,কোনো প্রতিবাদ নেই। কোনো  বাঙালি সংগঠন এগিয়ে আসছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.