Header Ads

১৫ টি ওয়াগন বাজেয়াপ্ত বদরপুরে

সুব্রত দাস,বদরপুর: রবিবার করিমগঞ্জ পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযানে বদরপুর রেল স্টেশনে থেকে পণ্যবাহী রেলের ওয়াগন থেকে কম করেও ১৫ কোটি টাকার বার্মিজ সুপারি আটক করে বড় ধরনের সফলতা অর্জন করল। এতে করিমগঞ্জ পুলিশের দৌড়ঝাঁপ আরো বেড়ে গেছে। বদরপুর জংশন মালবাহী ট্রেনের ১৫ টি বগি বোঝাই বার্মিজ সুপারি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই সুপারি ধরা পড়ার পর বদরপুর স্টেশনে ছুটে আসেন জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। বগি বোঝাই সুপারি আটক হয় গত শনিবার। রবিবার জেলার অতিরিক্ত জেলা শাসক তথা ম্যাজিস্ট্রেট বিপুল দাস এর উপস্থিতিতে বগি থেকে সুপারি আনলোড শুরু হয়। উল্লেখ্য যে,বদরপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের বগিতে বার্মিজ সুপারি বোঝাই রয়েছে। গোপন সূত্রে খবর পান পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। খবর আসে রেল পুলিশের কাছেও। প্রথমে বলা হয় ট্রেনটি শনিবার সকালবেলা বদরপুর স্টেশনে আসে। বাস্তবে ট্রেনটি জংশনে আসে গত ৯ সেপ্টেম্বর বিকাল আড়াইটায়। পুলিশের নজরে আসে শনিবার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানার ওসিকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.