Header Ads

কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, দেশের 75 বর্ষ পূর্ত্তি কমিটিতে বাঙালি প্রতিনিধি রাখলো না কংগ্রেস



 কৌস্তভ বিশ্বাস, কলকাতা,   আবুল কালাম বাহার,শিলচর:  স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উদযাপনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ ১০ অর্থাৎ ১১ জন সদস্যের নিয়ে সর্বভারতীয় কংগ্রেসের গঠিত কমিটিতে বাঙালী  প্রতিনিধি না থাকায় এবং কংগ্রেসের অসম রাজ্য সভাপতি ভূপেন বরার অসমে অসমিয়া ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না' এই মন্তব্যের বিরুদ্ধে  ক্ষোভ প্রকাশ করেছে  'বাঙালী ছাত্র-যুব সমাজ' ও 'আমরা বাঙালী' 
         সংগঠন গুলির পক্ষে 'বাঙালী ছাত্র যুব সমাজে'র কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস এবং 'আমরা বাঙালী' অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ এক যৌথ প্রেস বিবৃতিতে এর বিরোধিতা  করে বলেন-- ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের  ইতিহাসের প্রতিটি পাতা খুললেই বাঙালীর আত্মবলিদানের কথা খুঁজে পাওয়া যাবে । যদিও সে ইতিহাস পূর্বতন এবং বর্তমান কেন্দ্রীয় সরকার ভুলিয়ে দেওয়ার চেষ্টা অনবরত করে চলেছে । অন্য ভাষিক জনগোষ্ঠীদের সন্মান দিয়েই বলছি-- স্বাধীনতা সংগ্রামে বাঙালীর সমান আত্মত্যাগ অন্য কোন জনগোষ্ঠী করেনি ।কিন্তু সেই স্বাধীনতার ৭৫ তম পূর্তি উদযাপনের জন্য গঠিত  সর্বভারতীয় কংগ্রেসের ১১ সদস্যের কমিটিতে বাঙালী প্রতিনিধি নেই!! এছাড়াও গত পরশু দিন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার মন্তব্য- 'অসমিয়া ব্যতীত অসমের মুখ্যমন্ত্রী হতে পারবেন না' !! এগুলো আসলেই বাঙালী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ । বহু ভাষিক অসমে শুধু অসমিয়া মুখ্যমন্ত্রী হবে এই মন্তব্য ভারতীয় সংবিধানের বিরুদ্ধে । গণতান্ত্রিক পথে , যেকোন ভারতবাসীই অসমের মুখ্যমন্ত্রী হতে পারবে , তাকে যে অসমিয়া হতেই হবে এমন কোন শর্ত নেই। অতএব ভূপেন বরার বক্তব্য সংবিধানের পরিপন্থী । সংবিধান বিরোধী উক্তি করা সত্ত্বেও ভূপেন বরার বিরুদ্ধে  কংগ্রেস দল ব্যবস্থা নিচ্ছে না কেন?? তাহলে কি কংগ্রেস দল ও তাই সমর্থন করে ??
     কংগ্রেসের প্রতিষ্ঠাতা বাঙালী , উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় । সেই খানে কংগ্রেস দলের স্বাধীনতা ৭৫ বর্ষ উদযাপন কমিটিতে বাঙালী প্রতিনিধি না রাখার ব্যবহার কংগ্রেসের প্রতিষ্ঠাতার অপমান । স্বাধীনতার আগে থেকেই , নেতাজীর সাথে গান্ধীজীর আদর্শগত বিরোধের সময় থেকেই কংগ্রেস বাংলা ও বাঙালীদের উপর বঞ্চনা শুরু করে , স্বাধীনতার জন্য বাংলা ও পঞ্জাবকে ভাগ করা হয় , উদ্বাস্তু পঞ্জাবীরা পুনর্বাসন পেলেন একটি বাঙালী উদ্বাস্তু পুনর্বাসন পায়নি , বরং তাদের নিয়ে রাজনীতির খেলা খেলেছে এই কংগ্রেস দল । কিছু চাটুকার বাঙালী ছিল , আছে ,থাকবে  তারা সব মুখ বুঝে মেনে নেবে । সাধন পুরকায়স্থ ও তপোময় বিশ্বাস পশ্চিম বঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির দিকে অভিযোগের তীর ছুড়ে দেন-- কমিটিতে বাঙালী প্রতিনিধি না রাখার প্রতিবাধে অধীর বাবু চুপ করে বসে আছেন কেন ?? এ অপমান সমগ্র বাঙালী জাতির অপমান । অধীর বাবু যদি স্বাধীনতায় বাঙালীর আত্মবলিদানের ইতিহাস নূন্যতম জানেন এবং নিজের জাতিকে যদি নূন্যতম ভালোবাসেন তাহলে এখুনি কমিটিতে বাঙালী প্রতিনিধি না রাখার বিরুদ্ধে সরব হবেন। এছাড়া যে বাঙালী কংগ্রেস সমর্থন করেন বা করেন না সেই সমগ্র বাঙালী জনসাধারণের কাছে আমরা আহ্বান রাখছি কংগ্রেসের বাঙালীদের বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়ার জন্য । এছাড়াও  সংবিধান বিরোধী মন্তব্যের জন্য কংগ্রেস অসম প্রদেশ সভাপতি ভূপেন বরাকে প্রকাশ্যে সাংবাদিক সন্মেলন করে  ক্ষমা চাইতে হব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.