তিস্তাডোম নিয়ে রেলের জি এম অংশুল গুপ্তা সংবাদিকদের সঙ্গে কথা বললেন
দেবযানী পাটিকর,গুয়াহাটি,২৭ আগস্ট । উত্তর-পূর্ব সীমান্ত রেল দুটি রুটে ভিস্তাডোমস্পেশাল ট্রেন চালু করতে চলেছে যাতে রয়েছে পর্যটনের প্রচুর সম্ভাবনা। শনিবার অর্থাৎ ২৮ আগস্ট থেকে দুই রুটে চালানো হবে ভিস্তাডোম স্পেশাল ট্রেন।তার একটি হলো গুয়াহাটি- নিউ- হাফলং এবং অপরটি হলো নিউ- জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন।
এই ট্রেনটির বিভিন্ন ফিচারগুলি সংক্ষেপে সাংবাদিক দের জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা।গুয়াহাটি রেল স্টেশনে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ের সময় রেলওয়ে অধিকারীরা এবং পর্যটনের বিভাগের অধিকারীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে অংশুল গুপ্তা জানান যে ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেনটি চালানোর উদ্দেশ্য হল যাত্রীরা ট্রেনের সফর করার সময় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচয় হতে পারে।তিনি আরো বলেন যে পর্যটন দপ্তরের সাথে যৌথভাবে কাজ করলে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনৈতির বিকাশ হবে। এ ছাড়া সম্পূর্ণ যাত্রা আরামদায়ক অথচ সহজে ভ্রমণ করতে পারা যাবে।
ভিস্তাডোম কামরার অন্যান্য ফিচারগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন অংশুল গুপ্তা।তিনি বলেন যে কামরা গুলিতে আছে অত্যাধুনিক মানের কাচের জালনা, ও ছাদ। পর্যটকরা যাতে ট্রেনে বসে দুপাশের ও মাথার উপরে মুক্ত আকাশ ,পাহাড়, সুরঙ্গ, সেতু পর্বত ও ঘন সবুজ অরণ্য প্রত্যক্ষ করতে পারেন।সে জন্যই এ ব্যবস্থা। পর্যটন স্থল দর্শন করার জন্য ট্রেনে থাকবে অবজারভেশন লাউঞ্জ। এই কামরাগুলিতে রোটেশনাল সিটগুলিতে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা অনেক স্বাচ্ছন্দে অনুভব করতে পারবেন। রয়েছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট সিস্টেম ওয়াইফাই ফেসিলিটি।পর্যটকরা এই ট্রেনে সফর করার সময় সিনেমা, মিউজিক ভিডিও, ইত্যাদির আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়াও পাবে তথ্য ও বিনোদনের হরেক পসরা। রয়েছে ওয়াইফাই ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ।যাত্রী সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা ও ফায়ার এলার্ম সিস্টেম ইন্সটল করা হয়েছে।
শুরুতে গুয়াহাটি ও নিউ হাফলং এর মধ্যে স্পেশাল এই ট্রেন পরিষেবা সপ্তাহে দুই দিন অর্থাৎ প্রতি বুধবার ও শনিবার করে চলবে । মান্দারদিসা ও মাইবং এই দুই স্টেশনে ট্রেনটি থামবে।ভিস্তাডোম ট্রেনটি গুয়াহাটি থেকে সকাল ৬ টা ৩৫ মিনিটে ছাড়বে। এরপর উত্তর কাছাড় পার্বত্য জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে নিউ হাফলং বেলা ১১.৫৫মিনিটে পৌঁছবে। ফেরার যাত্রা শুরু করবে সন্ধ্যা ১১টা ৫৫মিনিটে। এবং রাত ১০.৪৫ এ স্টেশনে এসে পৌছবে।
অন্য একটি ভিস্তাডোম স্পেশাল ট্রেন পরিষেবা চলবে নিউ জলপাইগুড়ি -আলিপুরদুয়ার জংশন এর মধ্যে। প্রত্যেক সপ্তাহে শুক্র, শনি, ও রবিবার এই তিন দিন চলবে ।ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে সন্ধ্যা ৭ টা ২০মিনিটে তারপর উত্তরবঙ্গের ডুয়ার্স পার্বত্য জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে আলিপুরদুয়ার জংশনে পৌঁছবে দুপুর ,১টায়। ফেরার সময় এই ট্রেনটি আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়বে দুপুর ২টায় ও নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছবে সন্ধ্যা ৭টায়।এই ট্রেন থামবে শিলিগুড়ি জংশন,সেবক,নিউ মাল জংশন, সেবক,নিউ মাল জংশন,চালশা, মাদারিহাট,, হাসিমারাতে।
এই ভিস্তাডোম ট্রেনটি চালু হওয়ার ফলে রেলের অতিরিক্ত আয়ের পাশাপাশি উল্লেখিত অঞ্চলের স্থানীয়দের আর্থিক উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।এই পরিষেবা অন্যান্য রাজ্যের পর্যটকদেরও ব্যাপকভাবে আকর্ষণ করবে।








কোন মন্তব্য নেই