Header Ads

16 টি হাতির মৃত্য স্থল ,হাতিদের করিডোরে হাতিদের তাণ্ডব, বেআইনিভাবে নির্মাণ চলছে,সরকার নিরব


সুনীল রায় নগাঁও ২৬আগষ্ট:-গত এক সপ্তাহ ধরে বন্য হাতীয়ে নগাঁও জেলার বঢ়মপুরের সমীপবর্তী তপতজুরি এবং মিকির বামুনী গ্ৰান্ট অঞ্চলে ধারাবাহিক ভাবে সন্ত্রাস চালানোতে আতংকিত হয়ে পরেছে ভুক্তভোগী গ্ৰামের জনগন।খাদ্যোর সন্ধানে বনাঞ্চল হতে জনাঞ্চলে নেমে আসা বন্য হাতীর দলের হতে কেটে আসা দুটি বন্যহাতীয়ে অঞ্চলটির বাড়ীঘর ভেঙ্গেতান্ডব চালিয়ে ত্রাসের সৃষ্টি করার পরে বনবিভাগ তথা জেলা প্রশাসনে বন্য হাতী খেদানো কোনো বাস্তব সন্মত পদক্ষেপ গ্ৰহন না করাতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনগণে ঠিক একেই ধরনের গতকাল রাতে প্রায় ১১-৩০ মিনিটে এই হাতী দুটিকে কঠিযাতলী আঞ্চলিক বন বিষয়া কার্য্যালয়ের অন্তর্ঘত মিকির বামুণী গ্ৰান্টের একটি ধাবাতে ঢুকে ধাবাটি লন্ডভন্ড করার সাথেধাবাটিতে থাকা বহু খাদ্য‌-সামগ্ৰী খেয়ে শেষ করার সাথে অন্ধলটির বিলাপ  তির্কী এবং বাসন্তী ফেডেরার বাড়ীর ভিতরে থাকা প্রায় ৫০কিলো চাউল ভক্ষণ করে। ইতিমধ্যে বনবিভাগের লোক উক্ত স্থানে উপস্থিত হয়ে সমগ্ৰ ঘটনাস্থলী পরিদর্শন করে।বন্য হাতীর উপদ্রবে ক্ষতিগ্ৰস্থ পরিযালকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে স্থানীয় জনগনে দাবী জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.