বদরপুরে ৫ পিস্তলসহ ধৃত ২ পাচারকারী
সুব্রত
দাস, বদরপুর : বদরপুর
পুলিশের এক বিরাট সাফল্য। গোপন খবরের ভিত্তিতে সোমবার পুলিশ ও বিএসএফের যৌথ
প্রয়াসে বদরপুর হনুমান মন্দিরের সামনে থেকে এক পেন পিস্তলসহ মোট পাঁচ পিস্তল
দুজনের কাছ থেকে আটক করা হয়েছে। সূত্রে জানা গেছে,গৌহাটি
স্পেশাল ট্রেন করে বদরপুরে এসেছিল দুই পাচারকারী। ধৃত দুই ব্যক্তিকে আটক করে
জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বদরপুর পুলিশ। আগামীকাল মঙ্গলবার ধৃত পাঁচারকারীকে করিমগঞ্জ
আদালতে হাজির করা হবে। ধৃত পাঁচারকারী এক ব্যক্তির ঘর পাথারকান্দিতে অপর জনের নাগাল্যান্ডে।
কোন মন্তব্য নেই