বাঙালিদের নিজস্ব বাসভূমি চাই, বাংলা ভাগ নয়
সংবাদ দাতা, শিলিগুড়ি : আজ ২৪ শে আগস্ট২০২১ শিলিগুড়ি আমরা বাঙালী কার্যালয়ের সামনে বিক্ষোভ সভা করা হয় আমরা বাঙালী দলের পক্ষ থেকে । বিষয় ছিল বঙ্গভঙ্গ রদ করে বাঙালী অধ্যুষিত এলাকা নিয়ে বাঙালী র নিজস্ব বাসভূমি শোষণমুক্ত বাঙালীস্তান ঘটন করা । সভায় বক্তব্য রাখেন খুশী রঞ্জন মন্ডল, দলেন্দ্র ্নাথ রায়, বাসুদেব সাহা, ধীরেন্দ্রনাথ রায়,প্রশন্ন রায়, সুবোধ বর্মন, জয়া সাহা, প্রভাত চন্দ্র সরকার, নিরোধ চন্দ্র অধিকারী, সম্ভু সুত্রধর, অজয় কুমার সিনহা ,বলাই বর্মন আরও অনেকে । সভায় সভাপতিত্ব করেন নীতীশ বোস মহাশয়। বক্তারা বলেন কোন ভাবেই আমরা বাঙলা কে ভাগ করতে দিব না বরং বাঙালী জাতিকে বাঁচাতে বাঙালীর নিজস্ব বাসভূমি শোষণমুক্ত বাঙালীস্তান রাজ্য ঘটন করার আন্দোলন চালিয়ে যাব।এই কাজে যদি কেউ বাধার সৃষ্টি করে তা হলে আমরা যে কোন আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হব।তাতে যদি কোন অঘটন ঘটে তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার । কারণ বিহারিদের জন্য যদি বিহার রাজ্যে , গুজরাটীদের জন্য গুজরাট রাজ্য, তামিলদের জন্য তামিলনাড়ু রাজ্য, পাঞ্জাবিদের জন্য পঞ্জাব রাজ্য এবং অসমীয়াদের জন্য যদি অসম রাজ্য হয় তবে বাঙালীদের জন্য কেন বাঙালীস্তান রাজ্য হবে না ।








কোন মন্তব্য নেই