নয়া ঠাহর প্রতিবেদন, শিলং : ধর্ষণের অভিযোগে মেঘা লয়ের প্রাক্তন বিধায়ক জুলিয়াস দরফ্যাংকে গ্রেফতার করা হয়। রিভয় জেলার আদালত তাকে ২৫ বছর জেল দিয়েছেন। গত ২০০৭ সালে এক শিশু কন্যাকে ধর্ষণ করার অপরাধে তাকে জেল দেওয়া হয়।
কোন মন্তব্য নেই