Header Ads

কলকাতায় ভারত বন্ধু উইলিয়াম কেরির জন্ম দিবস উদযাপিত


সেখ আব্দুল মান্নান, কলকাতা : ভারত বন্ধু উইলিয়াম কেরির ২৬০ তম জন্মবর্ষ সশ্রদ্ধায় উদযাপন করল 'সম্প্রীতি আকাদেমি'। গত ২৫ আগস্ট ‌কলকাতা 'বৌদ্ধধর্মাঙ্কুর সভাগৃহে' আয়োজিত আলোচনা, আবৃত্তি, সঙ্গীত ও গ্রন্থ প্রকাশ সহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় উইলিয়াম কেরির স্মরণীয় জন্মবর্ষ।বসন্ত পাত্র করের উদ্বোধনী আবৃত্তি দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাকলী ধারা মন্ডল।'বাংলায় বাইবেল ও বঙ্গপথিক কেরী' শীর্ষক আলোচনায় প্রাঞ্জল বক্তব্য রাখেন বিশিষ্ট আমন্ত্রিত আলোচক মৃণাল সরকার, বিভোর দাস ও নাজিবুল ইসলাম।

এদিন অনুষ্ঠানে আর একটি উল্লেখযোগ্য দিক ছিল গ্রন্থ প্রকাশ। আকাদেমির প্রাণপুরুষ তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে সম্পাদিত 'বাইবেল নাট্যসঞ্চয়'  গ্রন্থটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হয়। উন্মোচন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব ‌সুশীল সাহা। গ্রন্থটিতে দুই বাংলার সেরা নাটকগুলি সঙ্কলিত হয়েছে। গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেমেন্দুবিকাশ চৌধুরী, মৃন্ময় প্রামাণিক।
  অমিতাভ বিশ্বাস, জয়ন্ত নেজ,কাজী তাজউদ্দিন এবং সঞ্জীব হাঁসদার আন্তরিক সহযোগিতায় আয়োজিত এদিনের গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে শিল্পী সুমিতা জানার পরিবেশিত সঙ্গীত বেশ মানানসই ও উপভোগ্য হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.