Header Ads

সংশোধিত নাগরিকত্ব আইনের সময় সীমা ২০২১ সাল করার দাবি শিরোমনি অকালি দলের


অমল গুপ্ত, কান্দি-মুর্শিদাবাদ : আফগানিস্তান  থেকে আসা হিন্দু,  শিখ, শরণার্থীদের সংশোধিত  নাগরিকত্ব আইনে (সি এ এ) ভারতে নাগরিকত্ব দেওয়ার দাবি জানাল  শিরোমনি  অকালি দল। অকালি নেতা ও দিল্লি শিখ গুরুদ্বার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মন জিন্দর এস সিরসা গতকাল এই দাবি জানিয়ে নাগরিকত্বের সময় সীমা ২০১৪ সাল থেকে বাড়িয়ে ২০২১ সাল করার দাবি জানান কেন্দ্রের কাছে। কাবুল থেকে পালিয়ে  আসার সময় শিখ নেতারা  নিয়ে আসেন তিনটি গ্রন্থ সাহিব। কাবুল থেকে শরণার্থীদের উদ্ধার অভিযান কে কেন্দ্র  অপারেশন দেবী শক্তি নাম দিয়েছে।অসমে এই আইনের  বিরুদ্ধে   জোর আন্দোলন হয়।এবার 2014   সাল থেকে বাড়িয়ে 2021 করা হয়  তবে  সমস্যা বাড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.