Header Ads

পাঁচ কেজি বিস্ফোরক নিয়ে পাক ড্রোন, গুলি করে নামালো পুলিশ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি জম্মু বায়ুসেনা  বিমান বন্দরে  ড্রোন ভর্তি বিস্ফোরক  পাঠানোর পর আবার  পাকিস্থান  ড্রোনে করে কে জি  বিস্ফোরক পাঠিয়ে ধরা পড়লো। পাক লস্কর--তৈবা এই চক্রান্তের সঙ্গে আছে বলে জম্মু পুলিশ অভিযোগ করেছে। গত ২৬ জুন পাক মদত পুষ্ট জঙ্গিরা জোড়া বিস্ফোরণ  ঘটিয়েছিল জম্মুতে।  দেশের বিরোধী দলগুলোকে  ভারত বিরোধী ষড়যন্ত্র নিয়ে  সমালোচনা করতে দেখা যায় না। প্রায় প্রতিদিন পাক মদত পুষ্ট জঙ্গিরা  সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডে হানা দিচ্ছে। পাঁচ কেজি বিস্ফোরক  বিস্ফোরণ ঘটলে ব্যাপক অঞ্চল ধ্বংস  হত বলে সেনা অফিসাররা জানিয়েছেন।   ভারতকে আক্রমণের নতুন প্রযুক্তি সেনা কর্তাদের ভাবিয়ে তুলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.