Header Ads

জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভ্যাকসিন সংকট দূরীকরণে সরকারকে চিঠি বিডিএফের

 

সানি রায়, শিলচর : শিলচরে ভ্যাকসিন সংকট নিরসনে প্রতিবাদ কার্যসূচী বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর। আজ জেলাশাসক কার্যালয়ের সামনে সকাল এগারোটায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর তরফে এক প্রতিবাদী কার্যসূচী গড়ে তোলা হয়। এদিন ফ্রন্টের পক্ষ থেকে ভ্যাকসিন সমস্যার নিরসনে একখানা স্মারকপত্র প্রেরণ করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তাঁরা এদিন অভিযোগ করে বলেন জেলায় মাত্র ৩০ শতাংশ লোকেদের ভ্যাকসিন প্রদান করা হয়েছে কিন্তু প্রতিদিন ভ্যাকসিন প্রদানের নামে জনতাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই ভ্যাকসিন প্রদানের নামে হয়রানি বন্ধ করে জেলায় পর্যাপ্ত ভ্যাকসিন প্রদান করতে দাবি জানান সরকারের প্রতি। এবং আজকের প্রতিবাদ কার্যসূচী গড়ে তুলতে প্রথমে বাধা প্রদান করেন পুলিশ কর্মী এতে বেজায় ক্ষুব্ধ হয়ে তাঁরা শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ কার্যসূচী গড়ে তোলেন। এদিন তাঁরা মূল দাবির মধ্যে জানান কাছাড় সহ গোটা বরাকে ভ্যাকসিন প্রদান করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তৎপর হয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতি ১৫ আগষ্টের মধ্যে পরিপূর্ণ করার দাবি জানান। অন্যথায় বিডিএফ ভ্যাকসিন সমস্যা নিয়ে আন্দোলনে পা বাড়াতে তৎপর হবেন বলে জানান এদিন। প্রতিবাদে সামিল ছিলেন বিডিএফের আহ্বায়ক  কল্পার্ণভ গুপ্তা,জয়দীপ ভট্টাচার্য,দেবায়ণ দেব,রিপন দাস সহ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.