বিদেশি প্রেগাসাস স্প্যইওয়ার ভারতের ঝুঁটি ধরে নাড়িয়ে দিয়েছে
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী
হিমন্তবিশ্ব শর্মা আজ গুয়াহাটি বিধানসভাতে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিদেশি
শক্তি দেশকে দুর্বল
করার জন্যে বাইরে থেকে চক্রান্ত করছে। তিনি আমিনেস্টি
ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করার দাবি জানান। কেন এই দাবি তা স্পষ্ট
নয়। রাহুল গান্ধীর দাবি নস্যাৎ করে বলেন, রাহুল
অভিযোগ করেছেন তার মোবাইল হ্যাক করা হয়েছে। তবে তিনি ফরেনসিক ল্যাবরেটরিকে দিয়ে মোবাইলটি
পরীক্ষা করছেন না কেন? বলে হিমন্ত প্রশ্ন করেন। দেশ জুড়ে ইজরায়েলের
পেগাসাস ৩০০ সাংবাদিক
সহ বিশিষ্ট
ব্যাক্তিদের মোবাইল হ্যাক
করেছে বলে তৃণমূল
কংগ্রেস দলের সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ
অধীর চৌধুরী প্রমুখ অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার
এই খেলার সঙ্গে জড়িয়েছে। দেশের নাগরিকদের ব্যাক্তি
স্বাধীনতা আজ প্রশ্ন চিহ্নের মুখে। আজ সংসদ উত্তাল হয়ে উঠে।
কোন মন্তব্য নেই