Header Ads

তৃণমূল সরকার ২১ জুলাই শহিদ পালন করবে ত্রিপুরা, অসমেও

কলকাতা : ১৯৯৩ সালের ২১ জুলাই  যুব কংগ্রেস দলের সভানেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়   মহাকরণ অভিযান চলার সময় পুলিশের গুলিতে ১৩ জনের প্রাণ যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় ২০৯৮ সাল থেকে  রাজ্য জুড়ে শহিদ দিবস পালন করছেন। এবার এই দিবসকে দেশে ছড়িয়ে দিতে চাইছেন তৃণমূল নেত্রী। কলকাতার সঙ্গে দিল্লি, অসম, ত্রিপুরা, চেন্নাই এমন কি গুজরাটেও মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা হবে। ত্রিপুরার তৃণমূল সভাপতি  আশীষ লাল সিং জানিয়েছেন, বড় পর্দায় মুখ্যমন্ত্রীর  ভাষণ শোনানোর ব্যবস্থা হয়েছে। বিগত বিধানসভার নির্বাচনে তৃণমূল ২৪টি আসনে প্রার্থী দিয়ে সবকয়টিতে হেরে যায়। এবার মুকুল রায়ের মত নেতা অসম, ত্রিপুরার দায়িত্বে এসেছেন।  ত্রিপুরার  বিপ্লব দেব সরকার   গোষ্ঠী কোন্দলে জর্জরিত, তার বিরুদ্ধে  বিজেপির একাংশ  দিল্লিতে জোর লবি করছে বলে অভিযোগ এসেছে। বিপ্লব দেবের আসন টল মলে। এই অবস্থায় তৃণমূল বাড়তি  অক্সিজেন পাবে। ২১ জুলাই   ত্রিপুরার তৃণমূলের  শক্তি পরীক্ষা হবে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ২১ জুলাই দিল্লিতে রাজঘাটে শহিদ দিবস পালন করবে বলে  জানা গেছে।

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.