Header Ads

লাভলিনার শুভেচ্ছার প্রস্তাব গ্রহণ বিধানসভায়

 


অমল গুপ্ত, গুয়াহাটিঃ আজ বিধাসভা তথ্য ও জনসংযােগ বিভাগের মন্ত্রী পীযুষ হাজরিকা সর্বসম্মত এক প্রস্তাব গ্রহণের জন্য বিধাসভার কাছে আহ্বান জানান। সেই প্রস্তাবে বলা হয়অসমের সুযােগ্য সন্তান উদীয়মান মুষ্টিযােদ্ধা লাভলিনা বরগোঁহই আসন্ন টকিও অলিম্পিকে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করা যােগ্য অর্জন করেছে। অসম সন্তান এই লাভলিনা অসমকে গৌরবান্বিত করবে। এই আশা প্রকাশ করে এক প্রস্তাব গ্রহণ করেন। তার এক প্রস্তাব বিধাসভায় সরকারের বিরােধী পক্ষের সদস্যরা সর্বসম্মতভাবে সমর্থন করেন এবং আশা প্রকশ করেন, লাভলিনা অলিম্পিকে সফল হবে। তার সমর্থনে দেবব্রত শইকিয়া, আমিনুল ইসলাম, দূর্গাদাস বড়াে(সিনিয়র), মনােরঞ্জন তালুকদা, বিশ্বজিৎ ফুকন প্রমুখ বক্তব্য রাখেন। তার প্রতি সমর্থনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী আগামীকা সকালে এক সাইকেল র্যালির সূচনা করবেন।।

বিধানসভায় বাজেট বিতর্কে কংগ্রেসের ভরত নরহ সরকারের কঠোর সমালােচনা করে বলেন, সরকার বন্যা সমস্যা থেকে শুরু করে কোনাে ক্ষেত্রেই সফল হতে পারেনি। গরু নিয়ে শুধু কথা বলছে। কিন্তু গরুর প্রধান খাদ্য ঘাস, সেই ঘাসের আকাল চলছে। ঘরে ঘরে পুকুর তৈরি করা হচ্ছে। মৎস্য পালনের জন্য কিন্তু মাছের দানা নেই, মাছ বিক্রির বাজার নেই। বন্যা সমস্যা সমাধানের লক্ষ্যে নানা প্রতিশ্রুতি দিচ্ছে। অরুণাচল সহ বিভিন্ন রাজ্য থেকে ব্রহ্মপুত্রের জল গড়িয়ে আসছে। অববাহিকা অঞ্চলে বৃক্ষরােপণের কোনাে ব্যবস্থা নেই। ব্যাপক হারে পাথর-বালি নদীকে ভরাট করে দিচ্ছে। প্রশ্ন তুলেন, মৌসুমি বায়ু মেঘের গর্জন কি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে? বৈজ্ঞানিকভাবে বন্যা নিয়ন্ত্রণের কোনাে ব্যবস্থা নেই। কংগ্রেসের রকিবুল হুসেইন, দেবব্রত শইকিয়া, এআইইউডিএফের আমিনুল ইসলাম প্রমুখ বাজেট বিতর্কে অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.