১২ জুলাই, রথ যাত্রার দিন অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু
অমল গুপ্ত, গুয়াহাটি : রথ যাত্রার দিন অসম বিধানসভার একমাসব্যাপী বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আগামী ১৬ জুলাই অসমের ইতিহাসে সর্বপ্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে অজন্তা নেওগ বাজেট পেশ করবেন। রথযাত্রা হিন্দুধর্মাবলম্বী মানুষদের কাছে এক ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে। সেই দিন বাজেট অধিবেশন শুরু হচ্ছে। কোভিড প্রসঙ্গ তো থাকবেই অপরাধ ও অপরাধীদের কাবু করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুলিশকে ফ্রীহ্যান্ড দিয়েছেন। যার ফলে এপর্যন্ত ২০/২৫ জন আহত ও ৩/৪ জন নিহত হয়েছে। বিষয়টি নিয়ে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে বাদানুবাদের ফলে। মুখ্যমন্ত্রী বিধায়কদের সম্পর্কে এক তাচ্ছিল্য মূলক মন্তুব্য করেছেন বলেছেন, বিধানসভাতে বিরোধী বিধায়ককের কোনো কাজ নেই। তাদের কাজ বাইরে। এই অধিবেশনে ১৩ টি বিল পেশ করা হবে। গরু পাচার বিরোধী বিল জনসংখ্যা নীতি বিল প্রভৃতি পেশ করা হতে পারে। উচ্চশিক্ষাকে বেসরকারিকরণ করার এক প্রচেষ্টা হতে পারে বলে বিরোধীরা অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী আজ সাত জেলার কোভিড পরিস্থিতি নিয়ে ডিসি এস পিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই জেলার কোভিড পরিস্থিতি খারাপ হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি ভালো না হলে আর্ন্তঃজেলা পরিবহন খোলা হবে না। লাখিমপুর, যোরহাট, গোলাঘাট, বিশ্বনাথ, শোণিতপুর প্রভৃতি জেলাতে ফুল কন্টেনমেন্ট জোন চলছে।









কোন মন্তব্য নেই