Header Ads

মেঘালয়ে গ্রীন ট্রাইব্যুনাল, সুপ্রিমকোর্টকে অগ্রাহ্য করে "ইঁদুর গর্ত" খনিতে মৃত্যু মিছিল চলছেই



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মেঘালয়ে  বহুদিন থেকে ইঁদুরের  গর্তের মত কয়লা খনি খুঁড়ে জীবনের ঝুঁকি নিয়ে  বেআইনিভাবে কয়লা উত্তোলন চলছেই, সেই সঙ্গে মৃত্যু মিছিল চলছেই। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার অবৈধ খনিতে নিখোঁজ ১৮ দিন পর এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বুধবার। আরও মৃতদেহ থাকার কথা বলেছে ভারতীয় নৌ সেনা। গত ৩০ মে জেলার চুতুঙ্গা এলাকার উমপ্ল্যাং বস্তির এক অবৈধ খনিতে জলবন্দি হয়ে পড়েন কয়েকজন শ্রমিক।যাদের অধিকাংশ বরাক এবং নিম্ন অসমের বাসিন্দা। গরিব শ্রমিক প্রাণের ঝুঁকি নিয়ে ইঁদুরের মত গর্ত খুঁড়ে ১০০/১৫০ ফুট গভীরে নেমে খাদ থেকে কয়লা তুলে, জীবন নির্বাহ করে। নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। গ্রীন ট্রাইব্যুনাল, সুপ্রিমকোর্টের বারবার নির্দেশ সতর্কবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি খনন চলছেই। আর মৃত্যু মিছিল অব্যাহত। ভারতীয় নৌ সেনা, এন ডি আর এফ, এস ডি আর এফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল কিন্তু আজও  অবৈধ কয়লা খনির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। কিন্তু মেঘালয় সরকার কি করে অবৈধ  খননকে  অনুমোদন দিচ্ছে? আজ পর্যন্ত এই পাহাড়ি রাজ্যে অবৈধ খনিতে মারা গেছেন কত জন শ্রমিক, তাদের সরকার ক্ষতিপূরণ দিয়েছে কি-না, খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কি-না? কতজনের  শাস্তি হয়েছে। পরিবেশ কর্মীরা তার হিসাব চেয়েছে। সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সরকার কি অবগত নয়?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.