Header Ads

করোনা বার বার রূপ বদলাচ্ছে, এবার ডেল্টা প্লাস নামে


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে, সেই সঙ্গে করোনার নতুন প্রকরণ বা নতুন রূপ ভাবাচ্ছে। করোনার ডেল্টা প্লাস নামে নতুন ভ্যারিয়েন্ট যা বি,১,৬১৭,২ স্ট্রেন নামে পরিচিত, তা ধীরে ধীরে আসছে।অত্যন্ত  সংক্রামক বলে বিশেজ্ঞরা দাবি করছে। বিশ্বের অধিকাংশ দেশ এই স্ট্রেনের সঙ্গে পরিচিত। দেশে এপর্যন্ত ২কোটি  ৯৬লাখ ৩৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩জন। ভ্যাকসিন নিয়েছে ২৬ কোটি ১৯ লাখ।পশ্চিমবঙ্গের সঙ্গে অসমের তুলনায় প্রায় ১০ কোটি জনসংখ্যার রাজ্য পশ্চিমবঙ্গ আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৩৭ জন।অসমের ৩ হাজার ৩৮৬ জন, যা বাংলার থেকে বেশি। তবে মৃত্যু বেশি বাংলায়, সেখানে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। অসমে ৩৬ জন। দিল্লিতে গতকাল রাতে এইমসে হঠাৎ আগুন লেগে বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম বিনষ্ট হয়েছে। ২০টি অগ্নিনির্বাপক গাড়ি অনেক চেষ্টার পর আগুন নেভা বলে সংবাদ সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.