Header Ads

বিধায়ক সিদ্দেক আহমেদ হাসপাতালে

ধ্রুবজ্যোতি চক্রবর্তী, কালাইন : অসমের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ অসুস্থ হয়ে শিলচরের গ্রীন হিলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুদিন থেকে সামান্য জ্বর ও সর্দি থাকা  সিদ্দেক আহমদ বুধবার সকালে শ্বাস নিতে  অসুবিধা বোধ করেন। সঙ্গে সঙ্গে তার   করোনার রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় এবং রেজাল্ট নেগেটিভ আসে এবং আর টি পিসিআর টেস্টও করানো হয়।দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে শিলচরের গ্রীন হিলস হাসপাতালে ভর্তি করা হয়। ডাঃ তনুশ্রী গুপ্তের তত্বাবধানে  তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.