কাটাখাল ফাঁড়িতে প্রথমবারের মতো দায়িত্বে মহিলা ইনচার্জ
সানি রায়, হাইলাকান্দি : রাজ্যের রাজা পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক মহলেও বদলের তোলপাড় শুরু হয়েছে। পরপর প্রতিটি বিভাগে বদলের পালা পরিলক্ষিত হয়। বরাক উপত্যকার (২) দুই জিলা উপায়ুক্ত, তিন জিলা পুলিশ সুপার তারপর শুরু হলো জিলা ভিত্তিক পুলিশের রদবদল। সম্প্রতি, হাইলাকান্দি জিলা পুলিশ সুপার রমনদীপ কৌর-এর নির্দেশে কাটাখাল পুলিশ ফাঁড়িতে ইনচার্জ প্রথমবারের মতো দায়িত্ব নিলেন মহিলা ইনচার্জ অঙ্কুর্মি কলিতা।কাটাখাল ফাঁড়ির দায়িত্বে থাকা ইনচার্জ বি.কে সিং এর বদলি হয় হাইলাকান্দি কলেজ আউটপোষ্টে। শুক্রবার বিকেলে নবাগত ইনচার্জ এবং বিদায়ী ইনচার্জ কে এক প্রশস্থ শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে বরণ করেন বরাক ভ্যালি মিডিয়া ফোরামের কর্মকর্তারা। এদিন ফোরামে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সূধন্যা সিনহা, সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা।









কোন মন্তব্য নেই