Header Ads

দেশ বিদেশের মুনাফাখোর ঔষুধ কোম্পানিগুলো চাইছে না লকডাউন উঠুক

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দেশে করোনা পরিস্থিতি  উন্নত হচ্ছে। কিন্তু  দেশ বিদেশের  ঔষধ  কোম্পানিগুলো মুনাফার লক্ষ্যে ভূয়া খবর  ছড়িয়ে  নানা গুজব   রটিযে  জনগণের  মধ্যে  আতঙ্ক সৃষ্টি করতে   চাইছে। এই  গুরুতর অভিযোগ আসছে। বেসরকারি হাসপাতালগুলো  বেআইনিভাবে কোভিড রুগিদের কাছ  থেকে মুনাফা লুটছে।  কোভিড এর তৃতীয় ওয়েব আসছে বলে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এইমসের ডাক্তাররা বলেছেন, চিন্তত হবার কিছু নেই। কোভিডের নামে দেশ-বিদেশে মুনাফার  ব্যবসা চলছে। ঔষুধ কোম্পানিগুলো লকডাউন, কারফিউ জারি রেখে মানুষকে ঘরবন্দি করে রাখতে চাইছে। অনলাইন অর্ডার কোম্পানিগুলো ফুলে ফেঁপে  উঠছে।  সবগুলো  বিদেশি  কোম্পানি। দেশে আজকে মোট   আক্রন্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। কিন্তু এই  পরিস্থিতি ভালো হতে দেবে তো?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.