Header Ads

মিজোরাম থেকে আসা সেগুন কাঠের গাড়ি জব্দ ভাঙ্গায়

সুব্রত দাস, বদরপুর: এখন যে ভাবে প্রশাসন লড়ে চড়ে বসেছে তা সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার বদরপুর ভাঙ্গায় ধরা পরে সেগুন কাঠের গাড়ি। আধিকারী সূত্রে জানা গেছে,মিজোরাম থেকে লোড করা হয়েছিল সেগুন কাঠের গাড়ি। কাঠের উপরে সাতকরা সবজি লোড করে ঢাকা ছিল সেগুন কাঠ। সাতকরার নীচে ছিল সেগুন কাঠ। গাড়িটি হাইলাকান্দি-ভৈরবনগর হয়ে মকইভাঙ্গা হয়ে বের হয়ে ভাঙ্গাতে আনলোড করতে ছিল। তখনই গোপন সূত্রের ভিত্তিতে সদর রেঞ্জ অফিসার সামসুদ্দিন লস্করের নেতৃত্বে ধরা পরে ঐ সেগুন কাঠের গাড়িটি। গাড়ি ও কাঠ জব্দ করে নিয়ে করিমগঞ্জ হেডকোর্টারে নিয়ে যান সদর রেঞ্জ সামসুদ্দিন লস্কর। অন্যদিকে বুধবার সদরের ইনচার্জ ও বদরপুর ঘাটের সাব-বীট অফিসার পৃথ্বিজিৎ দাস যৌথ প্রয়াসে অবৈধ তিনটি বালির গাড়ি আটক করেন। অফিসার পৃথ্বিজিৎ দাস নয়া ঠাহর প্রতিনিধিকে জানান তিনটি বালির গাড়ি রামকৃষ্ণনগর-আনিপুর থেকে বালি লোড করে আনা হয়েছিল এবং তা শ্রীগৌরী-ভাঙ্গা এলাকায় আনলোড করার কথা ছিল। কিন্তু তা ধরা পড়ে অফিসারের হাতে। পরে বালির গাড়িগুলো আটক করে শিয়ালটেগ ফরেষ্ট অফিসে নিয়ে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.