Header Ads

মুখ্যমন্ত্রী পেপার মিলের কর্মীদের বকেয়া বেতন রিলিজ করার চিন্তা করছেন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : নগাঁ এবং   কাছাড় পেপার মিলের কর্মীদের  বকেয়া সহ সব বেতন  রিলিজ করে দেওয়ার  কথা চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন  মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা। আজ জে এ সি আর ইউর পক্ষ্যে  মানবেন্দ্র  চক্রবর্তী আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী   বেতন দানের ব্যাপারে   অবিলম্বে সিদ্ধান্ত নেবেন। তিনি  মিল দুটির ২০০০ বিঘা জমি সহ   বিশাল সম্পত্তি রক্ষা করে  নিলাম বন্ধ করে অধিগ্রহণে  কাতর আর্জি  জানিয়েছেন।  তিনি স্মরণ করিয়ে দিয়েছেন ৮৮ জন শ্রমিক  বিনা বেতনে মারা গেছেন  কয়েক হাজার শ্রমিক  মুখ্যমন্ত্রীর  বিবেচনার  দিকে তাকিয়ে আছে। তাদের বিশ্বাস মুখ্যমন্ত্রী কিছু একটা করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.