Header Ads

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মৃত্যু ৩০

দিল্লি : পাকিস্তানের করাচির রেটি এবং দাহরকি  স্টেশনের মাঝে আজ সকালে স্যার শাহিদ এক্সপ্রেস ও মিলাত এক্সপ্রেসর মধ্যে মুখামুখি সংঘর্ষ হয়, কমকরে ৩০ জন নিহত বহু আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ১৫টি বগি লাইন বিচ্যুত হয়ে নিচে পড়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.